প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫ ১৯:২১ (রবিবার)
জামায়াত জোটে যোগ দিল এনসিপি-এলডিপি

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোটে যোগ দিয়েছে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয়তলার আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর আমির।

সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এ সময় তিনি জানান, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল এনসিপি এবং কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হয়েছে।

জামায়াতের আমির বলেন, ‘এনসিপির সঙ্গে কিছুক্ষণ আগেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে তারা জোটে যোগ দেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে।’

এনসিপি আজ রাতের মধ্যেই আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘এটি আমাদের একটি মজবুত নির্বাচনি সমঝোতা। সারা দেশের ৩০০ আসনে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে প্রার্থী নির্ধারণ করেছি। যেহেতু শেষ পর্যায়ে এসে গেছি, তাই কিছু দলের আগ্রহ থাকা সত্ত্বেও তাদের আর যুক্ত করা সম্ভব হয়নি।’

জামায়াতের সঙ্গে জোটে অংশ নেওয়ার আলোচনার প্রেক্ষাপটে গত দুই দিনে এনসিপির শীর্ষ পর্যায়ের দুই নেতা তাসনিম জারা ও তাসনূভা জাবীনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এ ছাড়া এনসিপির আরও প্রায় ৩০ জন নেতা দলটির নেতা নাহিদ ইসলামের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি দিয়েছেন বলে জানা গেছে।

জামায়াত আমির আরও বলেন, ‘আমরা কোন ভিত্তিতে একত্রিত হয়েছি, সেটি পরিষ্কার। এটি একটি শক্তিশালী নির্বাচনি সমঝোতা। ৩০০ আসনেই আলোচনার মাধ্যমে আসন বণ্টন করা হয়েছে। আমাদের সমঝোতা প্রায় সম্পন্ন। কয়েকটি আসনে মনোনয়ন চূড়ান্ত না হলেও মনোনয়নপত্র জমা দেওয়ার পর সেগুলো নির্ধারণ করা হবে।’

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নির্বাচনের জন্য হাতে দেড় মাসেরও কম সময় রয়েছে। ভোটের তারিখ পরিবর্তন না করে নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

জানা গেছে, জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোট অক্ষুণ্ন থাকছে। নতুন করে যোগ দেওয়া এনসিপি কমপক্ষে ৩০টি আসন নিয়ে জোটে যুক্ত হচ্ছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) আসন সংখ্যাও এনসিপির কাছাকাছি থাকছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে তারা ১২০টি আসন না পেলে জোট ছাড়ার হুমকি দিয়েছিল।