প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫ ২০:০১ (বৃহস্পতিবার)
কানাডা মাতালেন নুসরাত ফারিয়া

ছবি: নুসরাত ফারিয়া

কানাডার ওটায়া শহরে একটি অনুষ্ঠানে নেচে মঞ্চ মাতালেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সামাজিক মাধ্যমে একটি ছোট ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী। ভিডিওতে দেখা গেছে, সাদা রঙের একটি গ্ল্যামারাস ফ্রিল ড্রেস এবং সাদা বুট পরে ফারিয়া মঞ্চে ঝড় তুলেছেন। ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের সঙ্গে তাল মিলিয়ে তার স্টাইলিশ মুভগুলো নাচের দক্ষতাকে আরও উজ্জ্বল করেছে।

ধারণা করা হচ্ছে, ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে অনুষ্ঠিত এই পারফরম্যান্সের মুহূর্তগুলোই ভিডিওতে ধরা পড়েছে। ভিডিও মুহূর্তেই ফারিয়ার ভক্ত ও নেটিজেনদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। এক ভক্ত লিখেছেন, ‘অসাধারণ নেচেছেন আপু।’

বছরের শেষ সময় কানাডায় অবস্থান করছেন ফারিয়া। কখনো টরোন্টো আবার কখনো ওটায়ার পথে ঘুরে বেড়ানোর ছবি তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

এর আগে ওটায়া থেকে শেয়ার করা ফারিয়ার একটি অফ-শোল্ডার কালো গাউন পরা ছবি ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। সেই ছবিতে নেটিজেনরা তাকে ‘ক্লিওপেট্রা’র সঙ্গে তুলনা করেছেন।

কানাডা সফরের এই আনন্দঘন মুহূর্তে নুসরাত ফারিয়ার সঙ্গে দেখা গেছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকেও। তারা বড়দিন এবং নতুন বছরের উৎসব একসাথে উদযাপন করছেন।