ছবি: সংগৃহীত
বিনা মূল্যের পাঠ্যবই নিয়ে এবারও সংকটে পড়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে মাত্র চার দিন বাকি, অথচ মাধ্যমিকের প্রায় ৪৪ শতাংশ পাঠ্যবই এখনও সরবরাহ করা সম্ভব হয়নি। ফলে বিপুলসংখ্যক শিক্ষার্থী বছরের শুরুতেই সব বই হাতে পাবে না।
এনসিটিবির কর্মকর্তা ও মুদ্রণকারীদের আশঙ্কা, বিশেষ করে সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা সব বিষয়ের বই পেতে পুরো জানুয়ারি মাস লেগে যেতে পারে। তবে প্রাথমিক স্তরের পাঠ্যবই নিয়ে কোনো সংকট নেই; এখানে শতভাগ বই মাঠপর্যায়ে পৌঁছে গেছে।
এদিকে রোববার (২৮ ডিসেম্বর) প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ (পিডিএফ) প্রকাশ করতে যাচ্ছে এনসিটিবি। সংস্থাটির ওয়েবসাইট (www.nctb.gov.bd) থেকে শিক্ষার্থীরা ৬৪৭টি বাংলা ও ইংরেজি সংস্করণের বই ডাউনলোড করতে পারবেন।
এনসিটিবির তথ্য অনুযায়ী, ২৬ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক স্তরের বইয়ের প্রায় ৭১ শতাংশ বাঁধাই করা হয়েছে। মাঠপর্যায়ে সরবরাহ হয়েছে মোট বইয়ের মাত্র ৫৬.১৬ শতাংশ। শ্রেণি অনুযায়ী সবচেয়ে পিছিয়ে আছে অষ্টম শ্রেণির বই; ৪ কোটির বেশি বইয়ের মধ্যে মাত্র ১৪.৪৭ শতাংশ সরবরাহ হয়েছে। সপ্তম শ্রেণির ৪ কোটির বেশি বইয়ের মধ্যে সরবরাহ হয়েছে ৩৬ শতাংশের বেশি। ষষ্ঠ ও নবম শ্রেণির বই যথাক্রমে ৬৭ ও ৭১ শতাংশ পৌঁছেছে। ইবতেদায়ি স্তরের বইয়ের সরবরাহ ৯৪ শতাংশের বেশি।
বিদায়ী বছরের অভিজ্ঞতা বিবেচনায় রেখে এবার পাঠ্যবই ছাপার প্রক্রিয়া আগেভাগেই শুরু করা হলেও, শেষ মুহূর্তে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বইয়ের দরপত্র বাতিল ও পুনঃআহ্বান এবং অনুমোদন প্রক্রিয়ার কারণে দেরি হয়েছে।
এনসিটিবির পরিকল্পনা অনুযায়ী, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে অন্তত দু-একটি বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
সূত্র মতে, মাধ্যমিক স্তরের সব বইয়ের সরবরাহ জানুয়ারির ১৫-২০ তারিখের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে; তবে ফেব্রুয়ারিও লেগে যেতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটওয়ারী জানিয়েছেন, ১ জানুয়ারির মধ্যে ষষ্ঠ ও নবম শ্রেণির বইয়ের প্রায় শতভাগ, সপ্তম ও অষ্টম শ্রেণির ৫০ শতাংশের বেশি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে। বাকিটা ৩০ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে।