প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫ ২০:২৫ (বৃহস্পতিবার)
বার্সেলোনার মুখোমুখি হচ্ছে মেসির ইন্টার মিয়ামি

ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামি নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে। ২০২৬ মৌসুমকে সামনে রেখে প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ আমেরিকা সফরের ঘোষণা দিয়েছে ক্লাবটি। এই সফরে পেরু, কলম্বিয়া ও ইকুয়েডরে তিনটি প্রীতি ম্যাচ খেলবে মেসি-সুয়ারেজদের দল।

প্রাক-মৌসুম সফরের সূচনা হবে আগামী ২৪ জানুয়ারি। সেদিন পেরুর রাজধানী লিমার আলেহান্দ্রো ভিলানুয়েভা স্টেডিয়ামে স্বাগতিক আলিয়াঞ্জা লিমার বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিয়ামি। পেরুর ফুটবলে অন্যতম সফল ক্লাব আলিয়াঞ্জা লিমা এখন পর্যন্ত ২৫টি লিগ শিরোপা জিতেছে।

এরপর ৩১ জানুয়ারি কলম্বিয়ায় আতলেতিকো নাসিওনালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে মিয়ামি। সফরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ইকুয়েডরে, যেখানে দেশটির ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনা দে গুয়ায়াকিলের মুখোমুখি হবে তারা। গুয়ায়াকিলের এসতাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি।

দক্ষিণ আমেরিকা সফর শেষে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে এমএলএসের নতুন মৌসুম শুরু করবে ইন্টার মিয়ামি। উদ্বোধনী ম্যাচে লস অ্যাঞ্জেলেস কলিসিয়ামে এলএএফসির বিপক্ষে খেলবে দলটি।

২০২৬ সালটি ইন্টার মিয়ামি সমর্থকদের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। ওই বছরই ক্লাবটি তাদের নতুন স্টেডিয়াম ‘মিয়ামি ফ্রিডম পার্ক’-এ প্রথম ম্যাচ খেলবে। ৪ এপ্রিল অস্টিন এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে স্টেডিয়ামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এর আগে ৪ মার্চ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের একটি ম্যাচ ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যা মিয়ামির শেষ প্রাক-মৌসুম ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে।

এখনো ইন্টার মিয়ামির চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়নি। তবে আয়োজকদের প্রত্যাশা, লাতিন আমেরিকায় লিওনেল মেসির জাদু দেখার আশায় প্রতিটি ম্যাচেই দর্শকসারিতে উপচে পড়া ভিড় থাকবে।