ছবি: সংগৃহীত
পাঁচটি ইসলামি ব্যাংক একীভূত করে নতুন ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংককে অধিগ্রহণ করা হবে।
বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে নতুন ব্যাংকের লোগোসহ সাধারণ ও প্রাতিষ্ঠানিক আমানতকারীদের জন্য চূড়ান্ত স্কিমের বিস্তারিত জানায়।
সাধারণ আমানতকারীদের জন্য সুবিধা:
দুই লাখ টাকা পর্যন্ত আমানত সম্পূর্ণ সুরক্ষিত এবং যেকোনো সময় উত্তোলনযোগ্য।
দুই লাখ টাকার বেশি আমানত কিস্তিতে উত্তোলন করা যাবে, সর্বোচ্চ ২৪ মাসের মধ্যে।
ক্যানসার ও কিডনি ডায়ালাইসিসের মতো গুরুতর রোগে আক্রান্ত গ্রাহক মানবিক কারণে নির্ধারিত সময়সীমার বাইরে অর্থ উত্তোলন করতে পারবেন।
উত্তোলনের সূচি:
প্রথম এক লাখ টাকা স্কিম কার্যকর হওয়ার তিন মাস পর উত্তোলনযোগ্য।
পরবর্তী এক লাখ টাকা ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ মাসে উত্তোলনযোগ্য।
বাকি অর্থ ২৪ মাসে উত্তোলনযোগ্য হবে।
প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ক্ষেত্রেও একই সূচি প্রযোজ্য।
মেয়াদি ও স্থায়ী আমানত:
স্থায়ী আমানতের বিপরীতে সর্বোচ্চ ২০ শতাংশ বিনিয়োগ বা ঋণ সুবিধা গ্রহণযোগ্য।
তিন মাস মেয়াদি স্থায়ী আমানত তিনবার, ৩–৬ মাস ও ৬–১২ মাস মেয়াদি দুইবার স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে।
এক-দুই বছরের মেয়াদি আমানত তিন বছর, দুই-তিন বছরের আমানত চার বছর, তিন-চার বছরের আমানত পাঁচ বছর মেয়াদি হবে। চার বছরের বেশি মেয়াদি আমানত মেয়াদপূর্তির পর পরিশোধযোগ্য হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, নবগঠিত ব্যাংক পরিচালনার জন্য প্রাথমিক পর্যায়ে ৭ সদস্যের একটি পর্ষদ থাকবে, যার অন্তত ৫০ শতাংশ সদস্য হবেন স্বতন্ত্র পরিচালক।
বাংলাদেশ ব্যাংকের এই স্কিমের মাধ্যমে সাধারণ আমানতকারীদের স্বার্থ রক্ষা ও ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।