প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫ ২০:২৭ (বৃহস্পতিবার)
সিলেটে ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, হকার আ ট ক

ছবি: সংগৃহীত

সিলেটে ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে এক হকারকে আটক করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারে আলহামরা শপিং সিটির সামনে ভ্রাম্যমান আদালত তাকে আটক করে। পুলিশ জানান, আটক ব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট হকারদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন। অভিযান চলাকালীন ওই হকার ফুটপাত দখল করে ব্যবসা করছিলেন। জরিমানা আদায়ে গড়িমসি করার পাশাপাশি উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে খারাপ আচরণ ও অশ্লীল গালাগাল করেন।

ম্যাজিস্ট্রেটের নির্দেশ অমান্য এবং গণমাধ্যম-কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের একপর্যায়ে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাঈনুল জাকির জানান, তিনি এখন থানার বাইরে রয়েছেন এবং পরে বিষয়টি জানানো হবে।

অপরদিকে, কোতোয়ালী মডেল থানার ডিউটি অফিসার জানিয়েছেন, এখনও তাকে থানায় পাঠানো হয়নি। সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (তথ্য ও অভিযোগ শাখা, মিডিয়া সেল) তানভীর হোসাইন সজীবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও উত্তর পাওয়া যায়নি।