ছবি: সংগৃহীত
বিয়ানীবাজার উপজেলার ১৫০টি প্রাথমিক বিদ্যালয়ে আজ বই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কিন্ডারগার্টেনগুলোতেও বছরের প্রথম দিন বই বিতরণ করা হয়েছে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এর মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক থাকায় এবছর বই উৎসবের আয়োজন করেনি বিদ্যালয়গুলো। শিক্ষকরা কোন ধরনের আয়োজন ছাড়া শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করলেও ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা নতুন বই হাতে পাওয়া মাত্রই আনন্দে উচ্ছসিত হয়ে পড়ে। শিশুদের নিস্পাপ ছোখে-মুখে ফুটে উঠেছে রাজ্যের খুশি।
নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়। এসময় নতুন বইয়ের ঘ্রাণে ও নতুন বই পেয়ে আনন্দে উচ্ছসিত হয় শিক্ষার্থীরা।
ইংরেজি নতুন বছরের প্রথম দিন বিয়ানীবাজার উপজেলার প্রাচীন ও স্বনামধন্য বিদ্যাপীঠ নিদনপুর-সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কোন ধরনের আয়োজন ছাড়াই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়। বিদ্যালয়ের শিক্ষকরা নিয়ম অনুযায়ী প্রতিটি শ্রেণীতে গিয়ে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করে। ৩ দিনের রাষ্ট্রীয় শোক থাকার কারণে শিক্ষকরা সতর্কতা অবলম্বন করে বই বিতরণ করলেও কোমলমতি শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে নিজেদের পাঠ্যবই বুঝে নিয়েছে। নতুন বছর নতুন বই, এ আনন্দে মেতে উঠেছে বিদ্যালয়ে আসা কচিকাঁচা ছোট ছোট শিক্ষার্থীরা।
দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মো: তাহসান সারিম বলেন, ‘নতুন বইয়ের আনন্দটাই অন্যরকম। বছরের শুরুতে নতুন বই পেয়ে আমি খুব খুশি।’
একই শ্রেণির শিক্ষার্থী মৌরিন জান্নাত আরিয়া বলেন, ‘নতুন বইয়ের গন্ধ আমার খুব ভালো লাগে। আমি খুব খুশি বছরের প্রথম দিন সবগুলো বই পাওয়ায়।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশীদ বলেন, ‘শিক্ষার্থীরা খুশিতে আত্মহারা হয়ে গেছে নতুন বই পেয়ে। বাচ্চাদের চোখমুখে কি যে আনন্দ চোখে না দেখলে বিশ্বাস হয় না। এ সময় তাদের বই ছাড়া আর অন্য কিছুতে এত খুশি করতে পারবে না ‘
বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নৃপেন্দ্র নাথ বলেছেন, ‘শিক্ষা হচ্ছে জাতিকে দারিদ্র্যমুক্ত করার সবচেয়ে বড় হাতিয়ার। শিক্ষাকে এগিয়ে নিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সারাদেশের মতো বিয়ানীবাজার উপজেলায় জানুয়ারির ১ তারিখেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা নতুন বই হাতে নিয়ে শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে পড়াশোনায় মনোযোগী হবে সরকার সেই প্রত্যাশা করে।’