প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬ ১৯:৫৫ (বৃহস্পতিবার)
প্রবাসী কর্মীদের যোগ্যতা যাচাই বাধ্যতামূলক করল ওমান

ছবি: সংগৃহীত

প্রবাসী কর্মীদের জন্য একাডেমিক ও পেশাগত যোগ্যতা যাচাই বাধ্যতামূলক করেছে ওমান সরকার। নতুন আইনের আওতায় দেশটিতে কাজ করতে আগ্রহী প্রবাসীদের শিক্ষাগত ও পেশাগত সনদ যাচাই করে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে গালফ নিউজ জানায়, পেশাগত স্বীকৃতি ব্যবস্থার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শ্রমবাজার আরও সুশৃঙ্খল করা, ভুয়া সনদ প্রতিরোধ এবং কর্মীদের মান উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্য রয়েছে।

ওমানের শ্রম মন্ত্রণালয়ের পেশাগত মান বিভাগের পরিচালক জাহের বিন আব্দুল্লাহ আল শেখ বলেন, ‘নতুন ব্যবস্থার আওতায় প্রকৌশল, লজিস্টিকস, হিসাবরক্ষণসহ বিভিন্ন নিয়ন্ত্রিত পেশায় কাজ করতে আগ্রহী প্রবাসীদের যোগ্যতা দেশে প্রবেশের আগেই যাচাই ও অনুমোদন নিতে হবে।’

এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট খাতভিত্তিক স্বীকৃত স্কিলস ইউনিটের মাধ্যমে কর্মীদের শিক্ষাগত ও পেশাগত সনদ মূল্যায়ন করা হবে। যাচাই শেষে অনুমোদন পাওয়া গেলে কর্মীকে ‘ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স’ প্রদান করা হবে। লাইসেন্স অনুমোদিত না হলে কোনো প্রবাসী কর্মীর জন্য ওমানে প্রবেশ অনুমতিপত্র ইস্যু করা হবে না।

ওমানের শ্রম মন্ত্রণালয় আরও জানিয়েছে, সম্প্রতি পেশাগত শ্রেণিকরণ সনদ ও ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স জাল করার একাধিক ঘটনা শনাক্ত হয়েছে, যা দেশটির আইনের সরাসরি লঙ্ঘন। এ ক্ষেত্রে কর্মী ও নিয়োগকারী প্রতিষ্ঠান- উভয় পক্ষই কেবল অনুমোদিত সংস্থা থেকে লাইসেন্স গ্রহণ এবং এর সত্যতা যাচাইয়ের জন্য দায়বদ্ধ থাকবে।

নতুন আইনে নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা, লাইসেন্স বাতিল, দেশ থেকে বহিষ্কার (ডিপোর্টেশন) এবং আদালতে মামলা দায়েরসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জালিয়াতিতে সহায়তা বা অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্ট নিয়োগকারীর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।