ছবি: সংগৃহীত
সিলেট ও মৌলভীবাজার জেলায় ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে জনজীবন। মধ্যরাত থেকে সকাল এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশার কারণে সড়ক, নৌ ও বিমান যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কুয়াশা ও শৈত্যপ্রবাহের যুগপৎ প্রভাবে শীতের তীব্রতা বেড়েছে।
সিলেট আবহাওয়া অফিস বৃহস্পতিবার (১ জানুয়ারি) জানায়, রাত থেকে সকালের কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন ও সড়ক যোগাযোগে ব্যাঘাত ঘটতে পারে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
গত ৩১ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা বৃহস্পতিবার সকাল ৯টায় ৯৫ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ৯৪ শতাংশ রেকর্ড করা হয়েছে। ১ জানুয়ারি পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার সকাল ৯টায় সিলেটে সূর্যোদয় হবে সকাল ৬টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে। বর্তমানে সিলেট ও মৌলভীবাজারে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে ঘন কুয়াশার কারণে শীতের তীব্র অনুভূতি আরও কিছুদিন বজায় থাকতে পারে।
আজ সিলেট অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আবহাওয়া শুষ্ক থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।