প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬ ১৯:৪১ (বৃহস্পতিবার)
ঢাকাকে উড়িয়ে ১০ উইকেটের জয় চট্টগ্রামের

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দাপুটে পারফরম্যান্সে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে চট্টগ্রাম রয়্যালস। দুই ওপেনার অ্যাডাম রশিংটন ও মোহাম্মদ নাঈম শেখের দুর্দান্ত ফিফটিতে অনায়াস জয় তুলে নেয় সাগরপাড়ের দলটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান ঢাকা ক্যাপিটালসকে ব্যাট করার আমন্ত্রণ জানান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধস নামে ঢাকার ইনিংসে। পাওয়ার প্লেতেই দুই ওপেনারকে সাজঘরে ফেরান পেসার শরিফুল ইসলাম। সাইফ হাসান ১ রান এবং জুবাইদ আকবরী ২ রান করে আউট হন।

এরপরও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। উসমান খান ২১ রান করলেও মিঠুন (৮), শামীম (৪), সাব্বির (৯) ও ইমাদ (৯) রান করে ব্যর্থ হন। অষ্টম উইকেটে সাইফউদ্দিন ও নাসির হোসেন ৪৮ রানের কার্যকর জুটি গড়ে ঢাকাকে লড়াইয়ে রাখার চেষ্টা করেন। সাইফউদ্দিন করেন ৩৩ রান, নাসির হোসেন ১৭ রান। তবে শেষ পর্যন্ত তাসকিন (৫) ও সালমান মির্জা (০) আউট হলে ঢাকা ক্যাপিটালস ১২২ রানে অলআউট হয়ে যায়।

চট্টগ্রামের বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তানভীর ইসলাম। তিনি ৪ ওভার বল করে মাত্র ৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। শরিফুল ইসলামও ১৮ রান খরচায় নেন ৩ উইকেট। অধিনায়ক শেখ মেহেদী হাসান ২টি এবং আমির জামাল ১টি উইকেট নেন।

১২৩ রানের সহজ লক্ষ্য তাড়ায় চট্টগ্রাম রয়্যালসের দুই ওপেনার অ্যাডাম রশিংটন ও মোহাম্মদ নাঈম শেখ কোনো সুযোগই দেননি প্রতিপক্ষকে। শুরুতে কিছুটা সাবধানী হলেও দ্রুতই আগ্রাসী ব্যাটিংয়ে ঢাকার বোলারদের চাপে ফেলেন তারা। অবিচ্ছিন্ন ১২৩ রানের জুটিতে ৪৪ বল হাতে রেখেই ১০ উইকেটের জয় নিশ্চিত করে চট্টগ্রাম।

রশিংটন ৩৬ বলে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬০ রান করেন। অন্যদিকে নাঈম শেখ ৪০ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৫৬ রানে অপরাজিত থাকেন।

এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করল চট্টগ্রাম রয়্যালস, আর ব্যাটিং ব্যর্থতায় বড় হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো ঢাকা ক্যাপিটালসকে।