প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬ ২০:১১ (বৃহস্পতিবার)
একই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট!

ছবি: সংগৃহীত

একই স্মার্টফোনে একসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ চালু করতে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ‘ডুয়েল অ্যাকাউন্ট’ নামের এই নতুন সুবিধার মাধ্যমে অ্যাপ ব্যবহার করেই সহজে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। এতে ব্যক্তিগত ও পেশাগত কাজে আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারকারীরা বিশেষভাবে উপকৃত হবেন।

বর্তমানে একই ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা না থাকায় ব্যবহারকারীদের আলাদা ফোন কিংবা ট্যাবলেট ব্যবহার করতে হয়। ফলে ব্যস্ততার মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা বা তথ্য সময়মতো জানা অনেক সময় সম্ভব হয় না। নতুন ডুয়েল অ্যাকাউন্ট সুবিধা চালু হলে এই সীমাবদ্ধতা দূর হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, একই ফোনে দুটি অ্যাকাউন্ট ব্যবহার করতে হলে দুটি আলাদা ফোন নম্বর প্রয়োজন হবে। এজন্য ব্যবহারকারীর স্মার্টফোনে মাল্টি সিম অথবা ই-সিম ব্যবহারের সুবিধা থাকতে হবে। নতুন অ্যাকাউন্ট যুক্ত করতে হোয়াটসঅ্যাপের সেটিংস মেনু থেকে ‘অ্যাড অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করে দ্বিতীয় নম্বরটি যুক্ত করতে হবে। এরপর এসএমএস বা কলের মাধ্যমে পাঠানো যাচাইকরণ কোড ব্যবহার করে অ্যাকাউন্টটি সক্রিয় করা যাবে।

সেটআপ সম্পন্ন হলে অ্যাপের ভেতরে নামের পাশে থাকা তির চিহ্নে ট্যাপ করে যেকোনো একটি অ্যাকাউন্ট নির্বাচন করে ব্যবহার করা যাবে। প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদাভাবে গোপনীয়তা ও নোটিফিকেশন সেটিংস নির্ধারণ করা যাবে। পাশাপাশি কথোপকথন মিউট বা আর্কাইভ করা, বার্তা মুছে ফেলা কিংবা নির্দিষ্ট ফোন নম্বর ব্লক করার সুবিধাও আলাদাভাবে পাওয়া যাবে।

প্রাথমিকভাবে ধাপে ধাপে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ডুয়েল অ্যাকাউন্ট সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। তবে আইফোন ব্যবহারকারীদের জন্য কবে নাগাদ এই সুবিধা উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।