প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬ ২০:২৪ (বৃহস্পতিবার)
সিলেটে জমিয়তের যৌথসভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর, জেলা দক্ষিণ ও মহানগরের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ) দুপুরে সিলেট নগরীর বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে জেলা দক্ষিণ জমিয়তের সভাপতি মুফতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন,সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা নেজাম উদ্দীন রানাপিঙ্গী, ইউকে জমিয়তের সহ-সভাপতি আলহাজ্ব হাফিজ হুসাইন আহমদ, সিলেট জেলা উত্তর জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা নূর আহমদ ক্বাসিমী, সহ-সভাপতি মাওলানা কুতুব উদ্দীন, জেলা দক্ষিণ জমিয়তের সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী, মহানগর সহ-সভাপতি মুফতি মুজিবুর রহমান, জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জেলা দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ, জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, সাবেক জেলা পরিষদ সদস্য ও মহানগর জমিয়ত নেতা মাওলানা সৈয়দ মুসাদ্দিক আলী, বড় চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসেনসহ শতাধিক দায়িত্বশীল নেতা-কর্মী।

সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জমিয়তের সাংগঠনিক কার্যক্রম ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

আলোচনা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের লক্ষ্যে মুফতি মুজিবুর রহমান ও প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদকে আহ্বায়ক করে পৃথক দুটি উপ-কমিটি গঠন করা হয়।

সভায় নেতৃবৃন্দ দেশ ও জাতির স্বার্থে জমিয়ত মনোনীত প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সিলেট-৫ আসনে জমিয়তের সভাপতি ও দেশের শীর্ষস্থানীয় আলেম মাওলানা উবায়দুল্লাহ ফারুককে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।