ছবি: আমিনুল হক।
৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ভারতের বিভিন্ন শহর ও শ্রীলংকায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
তিনি ভারতের ক্রিকেট কর্তৃপক্ষকে (বিসিসিআই) সতর্ক করেছেন যে, যদি একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে ভারত ব্যর্থ হয়, তাহলে আসন্ন বিশ্বকাপে পুরো দলকে ভারতের মাটিতে নিরাপদ রাখা কতটা সম্ভব হবে।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘মোস্তাফিজের সঙ্গে যা করা হলো তা কেবল খেলোয়াড়ি সিদ্ধান্ত নয়, এটি গভীর উদ্বেগের বিষয়। বিসিসি ও আমাদের ক্রিকেট বোর্ডকে দ্রুত বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধান বের করতে হবে।’
এর আগে ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে ক্রয় করার পর থেকেই তার নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি নির্যাতনের অভিযোগ তুলে কিছু রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠন ভারতকে সমালোচনা করায় মুস্তাফিজকে ভারতীয় দল থেকে বাদ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা নাইট রাইডার্সও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে, যার ফলে বাংলাদেশি পেসার মুস্তাফিজকে এবারের আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে।
সাবেক অধিনায়ক আমিনুল হক মনে করেন, এই ঘটনা ভক্ত ও খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে সর্তকবার্তা দিচ্ছে।