ছবি: হৃতিক রোশন।
শনিবার সকাল ১০:১৮ মিনিটে বলিউড তারকা হৃতিক রোশন কয়েকটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় নিজেকে ঘিরে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ভেতরের ২৫ শতাংশ বাঙালি রক্তটাই বুঝি এভাবে প্রকাশ পেয়েছে।’ মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে আলোচনার ঝড় বয়ে যায়।
হৃতিকের জন্ম ১৯৭৪ সালের ১০ জানুয়ারি মুম্বাইয়ে। তাঁর বাবা রাকেশ রোশন বলিউডের পরিচিত মুখ। হৃতিকের বাঙালি যোগের সূত্র আসে তাঁর দাদি ইরা রোশন (জন্মনাম ইরা মৈত্র) থেকে। মাত্র কুড়ি বছর বয়সে কলকাতা ছেড়ে অল ইন্ডিয়া রেডিওতে গান নিয়ে কাজ শুরু করেছিলেন ইরা। পরে সংগীত পরিচালক রোশন লাল নাগরথের সঙ্গে বিয়ে ও সংসার, যেখানে জন্ম নেন হৃতিকের বাবা রাকেশ।
শৈশবের বহু স্মৃতি কলকাতার সঙ্গে জড়িত- দাদির রান্না, বিশেষ করে মাছের পদ, আদর, শাসন এবং প্রথম স্টেজ পারফরম্যান্স। দাদিকে ডাকতেন ‘ঠামি’ বলে। যদিও বাংলা শেখা হয়নি, তবুও কলকাতার স্মৃতি তাঁর হৃদয়ে জীবন্ত।
২০০৫ সালের ২২ জানুয়ারি ইরা রোশন মারা গেলে হৃতিক শৈশবের সেই আশ্রয় হারান। নতুন বছরের শুরুতে শেয়ার করা ছবিগুলোতে হৃতিক যেন ফিরে গিয়েছেন সেই সোনালি স্মৃতিতে- নিজের ভেতরের ২৫ শতাংশ বাঙালি রক্তকে উদযাপন করছেন।