প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬ ১২:২৭ (বৃহস্পতিবার)
ছাতকে সড়ক দু র্ঘ ট না য় প্রাণ গেলো যুবকের

সুনামগঞ্জের ছাতক–গোবিন্দগঞ্জ সড়কে দুর্ঘটনায় রেজাউল মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (৩ জানুয়ারি) রাতে ছাতক পৌর শহরের রহমতভাগ সুরমা ব্রিজের দক্ষিণ অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল মিয়া উপজেলার নোয়ারাই ইউনিয়নের চানপুর (বড়গল্লা) গ্রামের মো. আব্দুল মোছাব্বির মিয়ার ছেলে।

দুর্ঘটনায় রেজাউলের সঙ্গে থাকা আরেক যুবক রাহিদ আলম শুভ গুরুতর আহত হয়েছেন। তিনি একই গ্রামের মাহবুব আলম সোহেলের ছেলে। গুরুতর অবস্থায় শুভকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রেজাউল ও শুভ সুরমা ব্রিজ পার হয়ে সড়কে ওঠার মুহূর্তে হঠাৎ একটি গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই রেজাউল মিয়া মারা যান। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং কিছু সময়ের মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।     


ছাতক থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, ছাতক–গোবিন্দগঞ্জ সড়কের পেপার মিল এলাকা সংলগ্ন ২ নম্বর ব্রিজ থেকে প্রায় ৫০ গজ দক্ষিণে অজ্ঞাতনামা গাড়িটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রেজাউল মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং শুভ গুরুতর আহত হন। স্থানীয়রা আহত শুভকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।   

এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সংঘর্ষের পর অজ্ঞাতনামা গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।