প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬ ২০:২১ (বৃহস্পতিবার)
দুই-এক দিনের মধ্যেই বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান: মির্জা ফখরুল

ছবি: ইমজা নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দুই-এক দিনের মধ্যেই দলের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকেই এবার বিএনপির নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, “এই নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।”

বিএনপি মহাসচিব বলেন, ‘গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন দেশনেত্রী খালেদা জিয়া। গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের যে স্বপ্ন তিনি দেখতেন, আগামী দিনে সেই বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-‘ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা ও সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমএ মালিক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমরান আহমদ চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকিসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

এ সময় রাজনৈতিক দলগুলোর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘যে সুযোগ আমরা পেয়েছি, তা কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয় না, গণতান্ত্রিক সংস্কৃতিও একদিনে গড়ে ওঠে না।’ তিনি একটি কার্যকর ও গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয়ও ব্যক্ত করেন।

ব্যক্তিগত সফরে রোববার সিলেটে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।