প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬ ২০:৩৮ (বৃহস্পতিবার)
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: চীন

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে রাজধানী কারাকাসের বাসভবন থেকে তুলে নেওয়ার ঘটনাকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে চীন। একই সঙ্গে মাদুরো দম্পতিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং।

রোববার (৪ জানুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে জোরপূর্বক আটক করে দেশ থেকে নিয়ে যাওয়ার ঘটনায় চীন গভীরভাবে উদ্বিগ্ন।

বেইজিং জোর দিয়ে বলেছে, মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ‘ভেনেজুয়েলা সরকারের পতনের চেষ্টা বন্ধ’ করার আহ্বান জানানো হয়েছে।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে দেশটির বাইরে নিয়ে যাওয়ার কথা জানানোর পর থেকে এটি চীনের দেওয়া দ্বিতীয় বিবৃতি।

এর আগে শনিবার চীন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘আধিপত্যবাদী কর্মকাণ্ড’ এবং ‘শক্তির নগ্ন ব্যবহার’ বলে তীব্র সমালোচনা করেছিল। পাশাপাশি ওয়াশিংটনকে জাতিসংঘের সনদ মেনে চলার তাগিদ দেওয়া হয়।

সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের জ্যেষ্ঠ গবেষণা ফেলো অ্যান্ডি মক বলেন, চীন ভেনেজুয়েলার পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় শনিবার ‘বড় পরিসরে’ হামলা চালায় মার্কিন বাহিনী। অভিযানের একপর্যায়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে বাসভবন থেকে তুলে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।

ঘটনাটিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মুখপাত্র সতর্ক করে বলেছেন, এ ধরনের হামলা আন্তর্জাতিক অঙ্গনে ‘বিপজ্জনক নজির’ তৈরি করতে পারে।

ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক ডাকা হয়েছে। সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে রাশিয়াও ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়া দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।