ছবি: সংগৃহীত
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
রোববার (৪ জানুয়ারি) বাদ মাগরিব জগন্নাথপুর উপজেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করা হয়।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের জন্য এবং দেশবাসীসহ জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি পরিবারের সকল নেতাকর্মীর কল্যাণ কামনায় দোয়া করা হয়। এছাড়া সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সদ্য সাবেক যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের জন্য দোয়া করা হয়, যেন তিনি জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু, পৌর বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আছকির আলী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া মো. ইউসুফ, জহিরুল ইসলাম লেবু, রাসেল বক্স ও জাকির হোসেন, জগন্নাথপুর পৌর যুবদলের আহ্বায়ক মো. লিটন মিয়া, যুগ্ম আহ্বায়ক শামিম আহমেদ, তারেক মিয়া ও আবুল হোসেন রাব্বি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ, যুগ্ম আহ্বায়ক হামজা মিয়া, উপজেলা ও পৌর যুবদলের সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও কর্মীবৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন জগন্নাথপুর সদর মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজমল হোসাইন জামী।