মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের চারবারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেত্রী রাহেনা বেগম হাসনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি। প্রায় দুই বছর পর দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে পাওয়ায় তিনি পুনরায় দলীয় কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেলেন।
মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক আদেশে রাহেনা বেগম হাসনার বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়।
দলীয় সূত্র জানায়, রাহেনা বেগম হাসনা ২০০৯, ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালে টানা চারবার বড়লেখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এবং বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়াকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নির্দেশনা অমান্যের অভিযোগ ওঠে। এ সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় বিএনপি তাকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে।
রাহেনা বেগম হাসনা জানান, বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি বুধবার সন্ধ্যায় তার হাতে পৌঁছেছে। তিনি বলেন, দেড় মাস আগে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আবেদন করেছিলেন। দীর্ঘ সময় পর হলেও সিদ্ধান্ত প্রত্যাহার হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং দলের প্রতি তার আস্থার কথা জানান। বহিষ্কারের সময়েও তিনি দলের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে দলীয় ঐক্য জোরদার করে দলের রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।