প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬ ১২:৪৭ (বৃহস্পতিবার)
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন শ্রীমঙ্গলের তাপমাত্রা নেমে আসে ৭ ডিগ্রি সেলসিয়াসে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মুজিবুর রহমান জানান, বুধবার সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা বৃহস্পতিবার দেশের মধ্যে সর্বনিম্ন। তিনি বলেন, এর আগের দিন বুধবার শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত দুই দিন ধরে শ্রীমঙ্গলে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্র জানায়, আগামী কয়েক দিন তাপমাত্রায় কিছুটা ওঠানামা হতে পারে। সাম্প্রতিক সময়ে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যাচ্ছে এবং দিন যত যাচ্ছে তাপমাত্রা ক্রমেই কমছে।

তীব্র শীতে শ্রীমঙ্গলের চা বাগান ও বস্তি এলাকার মানুষজন বেশি ভোগান্তিতে পড়েছেন। শীতবস্ত্রের অভাবে অনেকেই সকালে গাছের পাতা ও খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর মাধ্যমে শীত নিবারণের চেষ্টা করছেন। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে লোকজন ঘরে ফিরে যাচ্ছেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আর্কাইভ তথ্য অনুযায়ী, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এছাড়া ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর বাইরে ১৯৯৫ সালের ৪ জানুয়ারি, ২০০৭ সালের ১৭ জানুয়ারি এবং ২০১৩ সালের ১০ জানুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল।