ছবি: সংগৃহীত
ভারতের কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসগুলো থেকে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে। এর আগে দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের দপ্তর থেকেও ভিসা প্রদান কার্যক্রম বন্ধ হয়ে যায়। খবর বিবিসির।
বর্তমানে শুধুমাত্র গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের দপ্তর থেকে ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশ ভিসা প্রদানের ব্যবস্থা চালু রয়েছে।
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে বুধবার থেকে পর্যটক ভিসা দেওয়া যে সীমিত করা হয়েছে, তা নিশ্চিত করেছেন কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের একাধিক সূত্র।
কর্মকর্তারা জানিয়েছেন, পর্যটক ভিসা সীমিত করা হলেও বাণিজ্যিক ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা প্রদান কার্যক্রম চালু থাকবে।
উল্লেখ্য, গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত ভারতের চারটি ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ হয়।
এর প্রেক্ষিতে ভারত সরকার কয়েকদিনের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে। পরে ভিসা সেন্টারগুলো পুনরায় চালু হলেও ভারত জানিয়ে দেয়, মেডিকেল ভিসা ও কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা আপাতত ইস্যু করা হবে না।
বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে বলে জানা গেছে।