ছবি: সংগৃহীত
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর উদ্যোগে এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট ও জেলা ক্রীড়া অফিস, সিলেট এর আয়োজনে সিলেট বিভাগের চারটি জেলা- সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার- পর্যায়ে অনুষ্ঠিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলসমূহের অংশগ্রহণে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স এর মাঠে সিলেট বিভাগীয় পর্যায়ের ‘আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রারম্ভে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণমানুষের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহিদদের রুহের মাগফেরাত কামনায় ও আহত ছাত্র-জনতার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান মোঃ রেজা-উন-নবী, বিভাগীয় কমিশনার, সিলেট। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতা নয়, খেলোয়াড়সুলভ আচরণ, পারস্পরিক সৌহার্দ্য, নৈতিকতা ও নিয়মশৃঙ্খলার মাধ্যমে একজন আদর্শ মানুষ গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নীলাভ আকাশে রঙ-বেরঙের বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার ও সিলেট ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মোঃ মাসুদ রানা, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাহাজ উদ্দিন টিপু, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের ক্রীড়া কর্মকর্তা দেবল চন্দ্র দাস, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মোঃ আজিজুর রহমান মিটন, শাহ স্পোর্টিং ক্লাবের সভাপতি শাহ্ আখতার হোসেন টুটুল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ, বালাগঞ্জ সরকারি কলেজ, বালাগঞ্জ, সিলেট ও আব্দুল মজিদ কলেজ, শান্তিগঞ্জ, সুনামগঞ্জের শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিপুল চন্দ্র তালুকদার, সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি।
উদ্বোধনী ম্যাচে সিলেটের বালাগঞ্জ সরকারি কলেজ ৫-১ গোলে সুনামগঞ্জের আব্দুল মজিদ কলেজকে পরাজিত করে প্রথম জয় লাভ করে।