প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬ ২০:৩৮ (রবিবার)
মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে দুটি বাল্যবিয়ে পণ্ড

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ পণ্ড হয়ে গেছে।

উপজেলার ধর্মঘর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের বাসিন্দা খালেক মিয়ার সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়ে মোছা: পারুল আক্তারের সঙ্গে  ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ভিটি দাউদপুর গ্রামের জারু মিয়ার ছেলে, সৌদি আরব প্রবাসী রুহান মিয়ার বিয়ের দিন নির্ধারিত ছিল আজ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বরযাত্রী নিয়ে বিয়ের বাড়িতে উপস্থিত হওয়ার আগেই স্থানীয় সূত্রে বিষয়টি জানতে পেরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম দ্রুত এ বিষয়টিতে হস্তক্ষেপ করেন। পরে তার নির্দেশে বাল্যবিয়েটি বন্ধ করে দেওয়া হয়।

একই দিনে বুল্লা ইউনিয়নের  গ্রামে  আকবর মিয়ার মেয়ে তামান্না আক্তারের বিয়েও বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। তামান্না বুল্লা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার জেঠাগ্রামে তামান্নার বিয়ে ঠিক হয়েছিল তবে পাত্রের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।