ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন মসজিদে গিয়ে সাধারণ মানুষকে গণভোট ২০২৬ সম্পর্কে সচেতন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। জুমার নামাজের পর মুসল্লিদের জড়ো করে তিনি গণভোটের গুরুত্ব ও নিয়মাবলী ব্যাখ্যা করেন এবং নির্বাচন কমিশনের ছাপানো লিফলেট বিতরণ করেন।
উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান জামে মসজিদে শুক্রবার (৯ জানুয়ারি) জুমার নামাজের পর মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের চাবি আপনাদের হাতে। আপনারা যে মতামত দেবেন, তার ভিত্তিতেই সংস্কার ও পরিবর্তন নির্ধারিত হবে। আগামী নির্বাচন গণমানুষের নির্বাচন নিশ্চিত করতে চায় সরকার।’
পরবর্তীতে বিকাল পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন মসজিদে গিয়ে সাধারণ জনগণ ও মুসল্লিদের মধ্যে গণভোট ২০২৬-এর উদ্বুদ্ধকরণ লিফলেট বিতরণ করেন এবং ভোটারের দায়িত্ব সম্পর্কে সচেতন করেন।