প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬ ১৮:১০ (বৃহস্পতিবার)
আসন ঘিরে ইসলামী আন্দোলন–জামায়াতের টানাপোড়েন

ছবি: সংগৃহীত

বরিশাল সদরের চরমোনাই ইউনিয়নকে ঘিরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীর মধ্যে নির্বাচনি টানাপোড়েন দেখা দিয়েছে। চরমোনাই ইউনিয়নটি বরিশাল সদরের অন্তর্ভুক্ত এবং এটি ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ঘাঁটি হিসেবে পরিচিত।

এই আসনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। অপরদিকে একই আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল মনোনয়ন ফরম জমা দিয়েছেন। একই জোটে থাকা দুই দলের কেউই আসনটি ছাড়তে রাজি না হওয়ায় উভয় দলের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে।

বিশেষ করে চরমোনাই পীরের মূল কেন্দ্র হিসেবে পরিচিত এলাকায় জামায়াতের প্রার্থী দেওয়াকে ভালোভাবে নেয়নি ইসলামী আন্দোলন। এ বিষয়ে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর ও বরিশাল-৫ আসনের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘আমরা তো জামায়াত আমীর ডা. শফিক সাহেবের আসনে প্রার্থী দেই নাই। সেখানে আমাদের এখানে তাদের প্রার্থী দেওয়াটা অসুন্দর হয়েছে। এই এলাকায় আমাদের ভিত্তি। এখানে কি জোটের কেউ নির্বাচন করবে-এটা কি হওয়া উচিত?’

তবে আসনটি নিয়ে মতবিরোধ থাকলেও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বরিশাল-৫ আসন ছাড়ার বিষয়ে অনীহা প্রকাশ করা হয়েছে। জামায়াতের যুক্তি, ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বরিশাল-৫ আসনের পাশাপাশি বরিশাল-৬ আসনেও প্রার্থী হয়েছেন।

এ প্রসঙ্গে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘তিনি দুটি আসনে প্রার্থী হয়েছেন। আমরা বলেছি আপনারা একটি নেন। সে হিসেবে বরিশাল-৬ আসনটি নিতে বলা হচ্ছে। কিন্তু তিনি দুটি আসনেই মনোনয়ন জমা দিয়েছেন। একজন ব্যক্তির দুটি আসনে নির্বাচন করা তো আমাদের আমীর সাহেবও করছেন না। আমরা আশা করছি বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান হবে।’

বরিশাল-৫ আসনকে কেন্দ্র করে এ অবস্থান দুই দলের মধ্যে দূরত্ব সৃষ্টি করলেও আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর প্রত্যাশা উভয় পক্ষই ব্যক্ত করেছে।