প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬ ১৮:২৭ (বৃহস্পতিবার)
দোয়ারাবাজারে মানবাধিকার সোসাইটি অফিস উদ্বোধন

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জাতীয় মানবাধিকার সোসাইটি’র উপজেলা শাখা অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার ও মানুষের সেবায় কাজ করার অঙ্গীকার নিয়ে এ শাখার কার্যক্রম শুরু হয়।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় ১৩ সদস্যবিশিষ্ট দোয়ারাবাজার উপজেলা কমিটি ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব রয়েছেন মোঃ আব্দুল আউয়াল এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিবুর রহমান, সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ এমরাজ এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুর রহমান রাসেল।

কমিটির অন্যান্য পদে রয়েছেন- সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক বদিউজ্জমান, অর্থ সম্পাদক মোঃ আব্দুর রহিম মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আলী হায়দার, দপ্তর সম্পাদক ইয়াসিন মিয়া, আইন বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রসিক মিয়া,প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার সোসাইটি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল বাশার বাদল-এর ইন্তেকালে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।

সভা শেষে বক্তারা বলেন, ‘আমরা সৎ পথে থেকে মানবাধিকার প্রতিষ্ঠা ও মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকবো। অন্যায়, অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করবে জাতীয় মানবাধিকার সোসাইটি।’

অনুষ্ঠানটি দোয়ারাবাজারে মানবাধিকার সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।