ছবি: শেখ সুজাত মিয়া
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। তবে এ সাক্ষাতে নির্বাচনী বিষয়ে কোনো সুরাহা হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে। সাক্ষাৎ শেষে শেখ সুজাত মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুগ্ম মহাসচিব ড. হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, সাক্ষাৎকালে তারেক রহমান শেখ সুজাত মিয়াকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। জবাবে শেখ সুজাত মিয়া তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ ও অবদানের বিষয়টি তুলে ধরেন।
সাক্ষাৎ শেষে শেখ সুজাত মিয়া বলেন, নবীগঞ্জ ও বাহুবলের মানুষের কল্যাণে তিনি দীর্ঘ ৪৫ বছর ধরে কাজ করে যাচ্ছেন। তবে দলের কাছে জনগণের আশা-আকাঙ্ক্ষা, ভালোবাসা ও প্রত্যাশার যথাযথ প্রতিফলন হয়নি বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, তারেক রহমান তাঁর রাজনৈতিক নেতা। তাঁর ডাকে সাড়া দিয়েই তিনি ঢাকায় গিয়ে সাক্ষাৎ করেছেন।
এ সময় তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নির্দেশে দলীয় সিদ্ধান্ত মেনে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছিলেন। সেই ত্যাগের বিষয়টিও এবারের সাক্ষাতে তুলে ধরেছেন বলে জানান তিনি।
শেখ সুজাত মিয়া স্পষ্ট করে বলেন, নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি তাঁর সিদ্ধান্তে অটল রয়েছেন।
জানা গেছে, আজ রবিবার তিনি নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সভা করে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের বিষয়টি বিস্তারিতভাবে অবহিত করবেন।
এদিকে শেখ সুজাত মিয়ার নির্বাচনে থাকার সিদ্ধান্তকে কেন্দ্র করে হবিগঞ্জ-১ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও তৎপরতা শুরু হয়েছে।