প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬ ১৯:০৫ (বৃহস্পতিবার)
কুলাউড়ায় ‘দ্যা লংলা রিডিং ক্লাব’-এর নবনির্মিত ভবন উদ্বোধন

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজারে ১৯৫৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্যা লংলা রিডিং ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাতটায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আব্দুর রশিদ বাদশা মিয়া।

অনুষ্ঠানে প্রধান উদ্বোধক ছিলেন ভবন নির্মাণে অন্যতম দাতা সৈয়দ আবুল কাশেম বাবলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, আলী আমজাদ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শশাংক শেখর গোস্বামী, আকাদ্দছ আলী মাস্টার, প্রাক্তন চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ আতিকুজ্জামান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাপ মিয়া এবং দ্যা লংলা রিডিং ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লায়েক।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত সদস্য আশিকুর রহমান ফটিক, আতাউর রহমান মুমিত, মুহিব মেম্বার, আব্দুল গাফ্ফার কায়সুল, সজল দাস, সৈয়দ আব্দুল মুনিম রুহেল, সমরেশ দাস রায়, শামসুর রহমান মাস্টারসহ এলাকার বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘দ্যা লংলা রিডিং ক্লাব শুধু একটি ভবন নয়, এটি জ্ঞানচর্চা, সংস্কৃতি ও সমাজ বিনির্মাণের একটি প্রাণকেন্দ্র।’

বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ভবিষ্যতে শিশু-কিশোররাই হবে এই প্রতিষ্ঠানের প্রাণশক্তি ও আগামীর আলোকবর্তিকা।’

অনুষ্ঠানে ক্লাবের প্রতিষ্ঠাতাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে ভবন নির্মাণে যাঁরা আন্তরিকভাবে অবদান রেখেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিশেষভাবে উল্লেখ করা হয় আমেরিকা প্রবাসী আবু তাহের চৌধুরীর অবদানের কথা, যিনি দীর্ঘদিন ধরে ক্লাবটির কার্যক্রমে আগ্রহ ও সহযোগিতা করে আসছেন।

এদিকে, দ্যা লংলা রিডিং ক্লাবের প্রতিষ্ঠাতাদের মধ্যে শেষ জীবিত প্রতিষ্ঠাতা মাহমুদুর রহমান (পাখি মিয়া) গতকাল মৃত্যুবরণ করায় অনুষ্ঠানে তাঁর আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

বক্তারা আরও বলেন, ‘সমাজে সাইনবোর্ডসর্বস্ব প্রতিষ্ঠানের ভিড়ে দ্যা লংলা রিডিং ক্লাব যেন প্রকৃত অর্থে জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ গঠনের কেন্দ্র হিসেবে গড়ে ওঠে- এ প্রত্যাশাই সবার ‘