প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬ ১৮:৩২ (বৃহস্পতিবার)
যুক্তরাজ্যের সড়কে প্রাণ গেল সিলেটি বংশোদ্ভূত চারজনের

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের বোল্টনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্রিটিশ বাংলাদেশি ট্যাক্সি চালকসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন কিশোর। তাদের সবারই বাড়ি সিলেট জেলায়। তবে নিহতদের বিস্তারিত পারিবারিক পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি স্থানীয় সময় দিবাগত রাত পৌণে ১টার দিকে বোল্টনের উইগান রোডে একটি ট্যাক্সির সঙ্গে অপর একটি ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে উভয় গাড়ির চালকও রয়েছেন। পুলিশ জানায়, নিহত তিন কিশোরের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে এবং অপর একজনের বয়স আনুমানিক ৫০ বছর। এ ঘটনায় আরও পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তিন কিশোরের নাম মুহাম্মদ দানিয়াল আসগর আলী, ফারহান প্যাটেল ও মোহাম্মদ জিব্রাইল মুখতার। তারা সবাই বোল্টনের বাসিন্দা ছিলেন। অপর নিহত ব্যক্তি ট্যাক্সি চালক মাসরব আলী, যিনি ব্ল্যাকবার্নের বাসিন্দা। তিনি পেশায় ট্যাক্সি ড্রাইভার ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।

এ মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবার ও স্থানীয় কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।