ছবি: সংগৃহীত
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, “২০২৪ সালের জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে। দেশের মানুষ নতুন মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। জামায়াত দেশে নতুন ধারার রাজনীতি শুরু করতে কাজ করছে। আগামী নির্বাচন দেশ ও জাতির জন্য চ্যালেঞ্জস্বরুপ। এই নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতির গতিপথ নির্ধারিত হবে। জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে গণভোটে ‘হ্যাঁ’-কে এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। দেশে ভবিষ্যত ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে কাজ করতে হবে।”
তিনি বলেন, ‘জামায়াতকে নিয়ে অতীতেও ষড়যন্ত্র হয়েছে। সীমাহিন জুলুম নিপীড়ন চালানো হয়েছে। আমাদের জাতীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে শহীদ করা হয়েছে। কিন্তু কোন ষড়যন্ত্রই জামায়াতের অগ্রযাত্রাকে দমিয়ে রাখতে পারেনি। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজমুক্ত ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র হলে জনগণ তা প্রতিহত করতে হবে। নির্বাচন কমিশন ও সরকারকে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’
তিনি রোববার (১১ জানুয়ারী) রাতে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে মীরেরগাঁও গ্রামের জনসাধারণের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মোগলগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- সদর উপজেলা আমীর নাজির উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, উপজেলা সহকারী সেক্রেটারী আমিনুর রহমান, ইউনিয়ন নির্বাচন পরিচালক নুরুল আমীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- মাওলানা জাকারিয়া, আতাউর রহমান, হেলাল আহমদ, দুলাল আহমদ, আব্দুল্লাহ আল মামুন, হোসিয়ার আলী, জার্মান প্রবাসী জামায়াত নেতা হোসাইন আহমদ জাহিদ, ডা: মাসুক আহমদ, দিলোয়ার হোসেন, মিজানুর রহমান, মাওলানা আব্দুল হাই ও মাওলানা ইমাম উদ্দিন প্রমূখ।