ছবি: সংগৃহীত
নিরাপত্তা উদ্বেগের কারণে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের কোনো ভেন্যুতে খেলার ব্যাপারে অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের এই অবস্থানের প্রেক্ষিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কয়েকটি পরামর্শ দিয়েছে। তবে বিসিবি চায়, ভারতের বাইরের কোনো দেশে বাংলাদেশ দলের ম্যাচ আয়োজন করা হোক।
বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা আইসিসির সঙ্গে সাম্প্রতিক যোগাযোগের বিষয়গুলো স্পষ্ট করতে চায়। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তরের অনুরোধ করা হয়েছে এবং এখনো আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
এর আগে সোমবার (১২ জানুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল ভারতে না খেলার বিষয়ে অনড় অবস্থান ব্যক্ত করেন। তবে বিসিবি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, উপদেষ্টার বক্তব্যের ভিত্তিতে আইসিসি নিরাপত্তা বিভাগের সঙ্গে আলোচনার ঘটনা আইসিসির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নয়।
বিসিবির তরফে আরও জানানো হয়, তারা ভেন্যু ব্যবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে খোঁজখবর নিয়েছে এবং দেশের ক্রিকেট দলের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করেছে।
বোর্ডের সিদ্ধান্তের প্রেক্ষিতে এবার আইসিসি কী প্রতিক্রিয়া জানায়, সেটিই এখন দেশের ক্রিকেট ভক্ত ও কর্তৃপক্ষের নজরের অপেক্ষায়।