ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম প্রভাবমুক্ত রাখতে নির্বাচন কমিশন (ইসি) দেশের সব পেশাজীবী ও অন্যান্য সংগঠনের নির্বাচন ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে এই সিদ্ধান্তের তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, একই দিনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তাই নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের প্রভাব বা বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পেশাজীবী সংগঠন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ দেশের সব সংগঠনের নির্বাচন স্থগিত রাখতে হবে।
নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি, যাতে গণভোট ও সংসদ নির্বাচনের প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়।