ছবি: ইমজা নিউজ
ছোট পরিসরের নগরী হলেও সিলেটে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে যানজট। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যানজটে আটকে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, রোগীবাহী যানসহ নগরবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছে।
বিশেষ করে কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, আম্বরখানা, বন্দরবাজার, কাজলশাহ, শিবগঞ্জ, লামাবাজার ও সোবহানীঘাট এলাকায় প্রায় প্রতিদিনই তীব্র যানজট দেখা যায়। অফিস ছুটির সময় ও বিকেলে এসব এলাকায় যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। সরকারি ছুটির দিনেও যানজটের তীব্রতা কমে না।
নগরবাসী অভিযোগ করছেন, ট্রাফিক আইন অমান্য, ওভারটেকিং, অপরিকল্পিত সড়ক ব্যবস্থা, অবৈধ পার্কিং, ফুটপাত দখল, অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা সমস্যার মূল কারণ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) যানজটের ভয়াবহ চিত্র দেখা যায় নগরীর লামাবাজার, জল্লারপাড়, পূর্ব জিন্দাবাজার ও বন্দরবাজারে।
লামাবাজারে যানজটে আটকে থাকা এক রিকশাযাত্রী শিক্ষক রুহুল আমিন বলেন, ‘পাঁচ মিনিটের পথ যেতে ৩০-৩৫ মিনিট লাগছে। এখন জ্যামের আর শুক্র-শনি নাই, প্রতিদিনই জ্যাম লেগে থাকে। মনে হচ্ছে জ্যামই নগরীর সৌন্দর্য।’ যানজটেরে ফলে অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটছে বলেও তিনি জানান।
একজন অফিসগামী নগরবাসী অভিযোগ করেন, ‘প্রতিদিনই অফিসে সময়মতো পৌঁছানো সম্ভব হচ্ছে না, এমনকি সন্ধ্যার শিফটেও একই অবস্থা। গাড়ি থামছে, বের হতে পারছি না। এটা শুধু আমার সমস্যা নয়, পুরো শহরের মানুষ ভোগান্তিতে।’
রিকশাচালক ও পরিবহন শ্রমিকরা জানান, সড়কে যানবাহনের চাপ বেশি হলেও নির্দিষ্ট পার্কিং না থাকায় যত্রতত্র গাড়ি থামাতে হচ্ছে, যা যানজট আরও বাড়াচ্ছে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (ট্রাফিক) গৌতম দেব বলেন, ‘বন্দরবাজার, জিন্দাবাজার ও আম্বরখানাসহ নগরীর গুরুত্বপূর্ণ বিপণি বিতানগুলোর সামনে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকায় এবং হকারদের অবস্থানের কারণে সরু সড়কে প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া সড়কের জীর্ণ অবস্থা ও চলমান মেরামত কাজও যানজটের কারণ।’
তিনি আরও জানান, এসএমপির পক্ষ থেকে অগ্রাধিকারভিত্তিতে যানজট নিরসনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। জনসচেতনতা বৃদ্ধি, অবৈধ যানবাহন ও হকার উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
সচেতন মহল বলছে, সিলেটের মতো ছোট শহরে এ ধরনের যানজট অস্বাভাবিক। দ্রুত কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা, অবৈধ পার্কিং উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা এবং বিকল্প সড়ক ব্যবহারের ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
নগরবাসী দ্রুত ও টেকসই সমাধানের দাবি জানিয়ে বলছেন, সুপরিকল্পিত উদ্যোগ ও কঠোর বাস্তবায়ন ছাড়া এই যানজট থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।