ছবি: সংগৃহীত
সিলেট নগরীতে সমাজের সুবিধাবঞ্চিত এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। ছোটমণি নিবাসে বসবাসরত এতিম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী, খেলনা, স্কুল ব্যাগ, খাতা, কলমসহ প্রয়োজনীয় বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বেলা ২টায় সিলেট নগরীর বাগবাড়িস্থ ছোটমণি নিবাসে উপস্থিত হয়ে এসব উপহার শিশুদের হাতে তুলে দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। উপহার পেয়ে শিশুদের আনন্দ-উচ্ছ্বাসে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও আবেগঘন।
এসময় বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সদস্য সচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, ‘এতিম শিশুরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের মুখে একটুখানি হাসি ফোটানোই আজকের আয়োজনের মূল উদ্দেশ্য।’
তিনি বলেন, ‘এই শিশুরাই আগামীর বাংলাদেশ। তাদের সঠিক পরিচর্যা, শিক্ষা ও ভালোবাসা নিশ্চিত করতে সমাজের বিত্তবান ও ব্যবসায়ী মহলকে এগিয়ে আসতে হবে। ছোটমণি নিবাস যে নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে শিশুদের লালন-পালন করছে, তা সত্যিই প্রশংসনীয়।’ ব্যবসায়ীদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় সিলেট ইনক্লুসিভ স্কুলের প্রধান শিক্ষক ফারজানা ইশরাত বলেন, ‘এতিম শিশুরা সমাজের সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ অংশ। তাদের প্রতি একটু ভালোবাসা ও সহযোগিতা তাদের জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। আজ ব্যবসায়ী নেতৃবৃন্দ যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন, তা শিশুদের মনে দীর্ঘদিনের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। এই ধরনের সহানুভূতিশীল কার্যক্রম শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বৃদ্ধি করে।’
ছোটমণি নিবাসের শিশুদের পাশে দাঁড়ানোর জন্য আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এসকল শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সকলের সব ধরনের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার যুগ্ম মহাসচিব হোসাইন আহমদ, যুগ্ম সংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া ও আতাউর রহমান রজব, নয়াসড়ক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, ফেডারেল ট্রেড সেন্টার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান চৌধুরী, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মধুফুলের সত্ত্বাধিকারী কামরুল হামিদ, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মামুনুর রশিদ, ছোটমণি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক লাকি পুরকায়স্থ, ছোটমণি নিবাসের শিক্ষক আখতার হোসেন, অফিস সহকারী আব্দুর রহিম ও অফিস সহায়ক হারুন মোল্লা প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া করেন।