প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬ ১৩:১৭ (বৃহস্পতিবার)
সিলেটে ঝোপের ভেতর মিললো ভারতীয় অ স্ত্র

এসএমপি মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে সিলেট নগরী থেকে একটি পরিত্যক্ত ভারতীয় এয়ার পিস্তল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জালালাবাদ থানাধীন লন্ডনী রোড থেকে হাজীপাড়াগামী সড়কের পশ্চিম পাশে নূর মঞ্জিল নামীয় একটি বসতবাড়ির বাউন্ডারি দেয়ালের বাইরে উত্তর পাশে বৈদ্যুতিক ট্রান্সমিটারের সংলগ্ন ঝোপ থেকে অস্ত্রটি উদ্ধার করে। 

উদ্ধারকৃত অস্ত্রটি কালো-ছাই রঙের পুরাতন একটি ভারতীয় ‘গ্লোবাস’ ব্র্যান্ডের এয়ার পিস্তল বলে পুলিশ জানায়। পিস্তলটির গায়ে ইংরেজিতে ‘Globus Sports, Since 1966’ লেখা রয়েছে এবং সেটি একটি সাদা রঙের পলিথিন ও কমলা রঙের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত ছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধারকৃত এয়ার পিস্তলটি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।