সিলেট নগরীর আখালিয়া নয়াবাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম–পরিচয় জানা যায়নি।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে স্থানীয় এলাকাবাসীর দুটি পক্ষের মধ্যে এ সংঘর্ষ ঘটে। স্থানীয় একটি সূত্র জানায়, দেবোত্তর সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরেই পরিস্থিতির অবনতি হয়। সংঘর্ষের সময় উভয় পক্ষ লাঠিশোটা ব্যবহার করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিকেল ৪টার দিকে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হাবিব জানান, দেবোত্তর সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কথা শোনা গেছে। তবে জমিটি ব্যক্তিগত নাকি দেবোত্তর সম্পত্তি সংক্রান্ত—তা এখনো নিশ্চিত নয়। প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান। এ ঘটনায় কয়েকজন আহত হলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করা হবে এবং কাগজপত্রসহ থানায় আসতে বলা হয়েছে।