ছবি: সংগৃহীত
ক্রিকেটারদের দাবির মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্রিকেটারদের ম্যাচ বয়কট ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর অনড় অবস্থানের কারণে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিসিবি।
বিসিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতেই ফ্রাঞ্চাইজিদের কাছে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানো হবে। এর আগে বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটারদের উদ্দেশে জানানো হয়েছিল, আজকের মধ্যে তারা মাঠে না ফিরলে বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হবে। ক্রিকেটাররা সে আহ্বানে সাড়া না দেওয়ায় শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্তে যাচ্ছে বোর্ড।
আজ থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল। তবে শুরুর আগেই বড় অনিশ্চয়তার মুখে পড়ে টুর্নামেন্ট। ক্রিকেটারদের অংশগ্রহণ না থাকায় দিনের কোনো ম্যাচই অনুষ্ঠিত হয়নি।
সূচি অনুযায়ী, সন্ধ্যা ছয়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের মাঠে নামার কথা ছিল। এর আগে দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচও একই কারণে পরিত্যক্ত হয়।
এদিকে ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে বিসিবির অর্থ কমিটির পদ থেকে পরিচালক এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হলেও কোয়াব ও খেলোয়াড়দের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ফলে আলোচনার মাধ্যমে সমাধান না হওয়া পর্যন্ত বিপিএলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হলো।
বিপিএল কবে আবার মাঠে গড়াবে, সে বিষয়ে বিসিবির পক্ষ থেকে এখনো নির্দিষ্ট কোনো সময়সূচি জানানো হয়নি।