প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬ ১৭:৪৪ (রবিবার)
সুনামগঞ্জ-৩: ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী শাহীনুর পাশা চৌধুরী

ছবি: শাহীনুর পাশা চৌধুরী

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে খেলাফত মজলিসের প্রার্থী অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরীকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্ধারণ করেছে। জোটভুক্ত আরও তিনটি দলের তিনজন সম্ভাব্য প্রার্থীকে পেছনে ফেলে শেষ পর্যন্ত তার ওপরই ভরসা রাখল জোট নেতৃত্ব।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী নিজেই।

এর আগে ২০২৪ সালের ৭ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির ব্যানারে অংশগ্রহণ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। ওই নির্বাচনে জামানত হারানোর পাশাপাশি নিজ দল জমিয়ত থেকে বহিষ্কৃতও হন। পরবর্তীতে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিসে যোগ দেন শাহীনুর পাশা চৌধুরী। বর্তমানে তিনি দলটির কেন্দ্রীয় নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শাহীনুর পাশা চৌধুরী শোকরিয়া আদায় করেন এবং নিজের দল ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি আসন্ন নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। জোটের পক্ষ থেকে শিগগিরই নির্বাচনী কার্যক্রম জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।