ছবি: সংগৃহীত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অনুমতি ব্যতীত উর্বর কৃষি জমি থেকে মাটি কেটে পুকুর খনন ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করে মোট দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এসব মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৫টার দিকে উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজার সংলগ্ন পুরানগাও গ্রামে পুরানগাও স্কুলের পেছনে ইয়াহিয়া মিয়ার মালিকানাধীন উর্বর ধানী কৃষিজমিতে এক্সেভেটর দিয়ে মাটি কাটার সময় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অনুমতি ছাড়া মাটি কাটার সত্যতা পাওয়ায় মৃত আলীম উদ্দিনের পুত্র অভিযুক্ত আবিদ মিয়া দোষ স্বীকার করেন। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারায় তাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
অপর একটি অভিযানে গত ১৩ জানুয়ারি (মঙ্গলবার) বিকাল আনুমানিক ৩টার দিকে আগনা মৌজার ঘোলডুবা গ্রামে আব্দুল মন্নান তার বাড়ির পার্শ্ববর্তী উর্বর ধানী কৃষিজমিতে এক্সেভেটর দিয়ে মাটি কাটেন মর্মে প্রতীয়মান হয়। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরদিন ১৪ জানুয়ারি (বুধবার) তিনি জরিমানার টাকা প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে উপজেলায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আইনের ব্যত্যয় ঘটালে কাউকে ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’