প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬ ১৯:৪৫ (রবিবার)
জাফলংয়ে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মাদকের চালান উদ্ধার

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে জাফলং সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদের চালান উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর রাতে তামাবিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনচার্জ এসআই আব্দুল হান্নানের নেতৃত্বে একটি টিম গোয়াইনঘাট থানাধীন সীমান্তবর্তী নলজুড়ি গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৬৬ পিস বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদের বোতল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় মদের চালান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, `উদ্ধারকৃত মাদক আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।'

সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান রোধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।