প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬ ২০:৩৩ (রবিবার)
কাতারে বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

কাতারের কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান ইউরোপ ও আমেরিকার উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করছে বলে সতর্কবার্তা দিয়েছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বুধবার (১৪ জানুয়ারি) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান বিদেশে যাওয়ার স্বপ্ন দেখিয়ে বাংলাদেশিদের মধ্যে আগ্রহ সৃষ্টি করছে। প্রলোভনের ফাঁদে পড়ে অনেক প্রবাসী বাংলাদেশি বিপুল অর্থ খরচ করে প্রতারিত ও সর্বস্বান্ত হচ্ছেন। ইতোমধ্যে বহু প্রবাসী এই বিষয়ে দূতাবাসে অভিযোগ জমা দিয়েছেন।

দূতাবাস বিশেষভাবে সতর্ক করে বলেছে, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে যাত্রার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

তারা অনুরোধ করেছে, প্রলোভনের ফাঁদে কেউ না পড়ে এবং নিরাপদ ও বৈধ প্রক্রিয়ার মাধ্যমে যাত্রার পরিকল্পনা করবে।