ছবি: সংগৃহীত
সিলেটের বিশ্বনাথে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬জানুয়ারি) বিকেলে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের প্রীতিগঞ্জ বাজারে ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড বিএনপি আয়োজনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।
বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশকে সত্যিকারের উন্নয়নের পথে ফেরাতে হলে, গণতন্ত্রকে বাঁচাতে হলে এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হলে- আগামী নির্বাচনে বিএনপির বিকল্প নেই।
সিলেট-২ আসনের মানুষ আজও গর্বের সঙ্গে স্মরণ করেন প্রিয় নেতা ইলিয়াস আলীর উন্নয়ন ও ত্যাগের ইতিহাস। তিনি শুধু একজন এমপি ছিলেন না, তিনি ছিলেন নিপীড়িত মানুষের আশ্রয়স্থল, উন্নয়নের প্রতীক ও সাহসী নেতৃত্বের নাম। তাঁর হাতে এই আসনে যে উন্নয়নের সূচনা হয়েছিল, তা আজও মানুষের হৃদয়ে অমলিন ‘
তিনি বলেন, ‘আজ দেশ নেতৃত্ব সংকটে। এই সংকট থেকে মুক্তির জন্য প্রয়োজন তারেক রহমানের দূরদর্শী, সাহসী ও সময়োপযোগী নেতৃত্ব। তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি আগামীর বাংলাদেশ নির্মাণের রূপকার।’
বিএনপি নেতা মো. আবুল বশর মো. ফারুকের সভাপতিত্বে ও বিএনপি নেতা আব্দুস শহিদ এবং যুবদল নেতা আব্দুর রবের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো ময়নুল হক, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক গৌছ খান, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন,সেবুল মিয়া, উপজেলা বিএনপি নেতা কয়েছ মিয়া, আমির উদ্দিন, কাওছার খান, শফিকুর রহমান মেম্বার, হাজী শফিক মিয়া, বিএনপি নেতা ক্বারী জমির উদ্দিন, আব্দুল কালাম, আব্দুল লতিফ, উপজেলা যুবদলের আহবায়ক শামসুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিব আশিকুর রহমান রানা, উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব ফাহিম আহমদ, ছাত্রদল নেতা সৈদুর রহমান, নজরুল ইসলাম, গোলাম আকবর, সালমান আহমদ, রহিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন, সংপুর কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান।
এর আগে ইলিয়াসপত্নী লুনা খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুরে মরহুম চান মিয়ার শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি রইছ মিয়া।