প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬ ১৮:৫৬ (রবিবার)
ফাঁকা ৪৭ আসন নিয়ে জামায়াতের জোটে নয়া আলোচনার সূচনা

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের জন্য রাখা ৪৭ আসন ফাঁকা রেখে বাকি ২৫৩ আসন নিজেদের মধ্যে বণ্টন করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

শুক্রবার (১৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন ঘোষণা করেছে, তারা জোটের সঙ্গে নির্বাচনে অংশ নেবে না। ফলে এই ফাঁকা রাখা ৪৭ আসন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ইসলামী আন্দোলনের জন্য রাখা আসন সংক্রান্ত লিয়াজোঁ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ’লিয়াজোঁ কমিটি আলোচনা করে প্রস্তাব পেশ করবে। এরপর শীর্ষ নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আজকের বৈঠকে নির্বাহী পরিষদের সবাই উপস্থিত ছিলেন। বৈঠকে নারী বিভাগের দায়িত্বশীল ও দলের বিশেষজ্ঞরাও ছিলেন। ২২ জানুয়ারি থেকে প্রচারের কাজ শুরু হবে। কোন জেলায় কখন সফর হবে, তাও চূড়ান্ত হচ্ছে। এছাড়া আমাদের ইশতেহারও আজ চূড়ান্ত হবে এবং পরবর্তী সময়ে জাতির সামনে তুলে ধরা হবে।’

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, ‘নির্বাচন সামনে রেখে নেতারা নিজ নির্বাচনি আসনে ব্যস্ত থাকবেন। তাই আজ আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করছি এবং নির্বাচন উপলক্ষে বিভিন্ন পলিসি গ্রহণ করেছি। এগুলো শিগগিরই সবাইকে জানানো হবে।’