ছবি: আহমাদুল কবির।
মালায়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দুটি শপিং মলে পৃথক অভিযানে ২১৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।
ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, শনিবার (১৭ জানুয়ারি) স্হানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুয়ালালামপুরের কোটারায়া শপিং মল এবং সেলাঙ্গরের গ্যালাক্সি আমপাং শপিং মলে এই অভিযান পরিচালিত হয়। এলাকাগুলোকে বিদেশি নাগরিকদের ভিড়পূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
তিনি বলেন, ‘কোটারায়া শপিং মলে ৮৭৬ জনকে যাচাই করা হয়, এর মধ্যে ৬৫২ জন বিদেশি ও ২২৪ জন স্থানীয় নাগরিক। অন্যদিকে, গ্যালাক্সি আমপাং শপিং মলে ৬৫৪ জনকে পরীক্ষা করা হয়, যেখানে ৩৯৪ জন বিদেশি ও ২৬০ জন স্থানীয় নাগরিক ছিলেন। দুই স্থানে মোট ১,৫৩০ জনের কাগজপত্র যাচাই করা হয়।’
যাচাই শেষে ২১ থেকে ৬৩ বছর বয়সী ২১৭ জন অভিবাসীকে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫৫ জন পুরুষ ও ১৬২ জন নারী রয়েছেন। তারা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, ভারত, মিয়ানমার ও নেপালের নাগরিক।
আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
লোকমান এফেন্দি জানান, অভিযানের সময় কিছু বিদেশি সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় মালয়েশিয়ায় প্রবেশ ও প্রস্থানের অনিয়মিত সিল এবং সন্দেহভাজন জাল মাইকার্ডও উদ্ধার করা হয়, যা তদন্তের জন্য জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন)-এ হস্তান্তর করা হয়েছে।
চিহ্নিত অপরাধগুলোর মধ্যে রয়েছে- পরিচয়পত্র না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, মেয়াদোত্তীর্ণ অবস্থান, স্বীকৃত নয় এমন কার্ড বহনসহ বিভিন্ন ইমিগ্রেশন আইন ভঙ্গ।
তিনি আরও জানান, অভিযানে ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরের বিভিন্ন পদমর্যাদার ১২০ জন কর্মকর্তা এবং পুত্রাজায়া জেপিএনের ১৩ জন কর্মকর্তা অংশ নেন। আটককৃতদের তদন্ত ও পরবর্তী আইনি ব্যবস্থার জন্য বেরানাং ও কেএলআইএ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে।