প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬ ২১:৩৬ (মঙ্গলবার)
ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের দাবি: রাশিয়ার প্রত্যাখ্যান

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণ বা দখলের প্রস্তাবের পর রাশিয়া তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মঙ্গলবার (২০ জানুয়ারি) জানিয়েছেন, রাশিয়ার গ্রিনল্যান্ড দখলের কোনো পরিকল্পনা নেই।

লাভরভ বলেন, ‘আমরা মনে করি, ওয়াশিংটনও ভালোভাবে জানে যে, মস্কো বা বেইজিং-এর এমন কোনো ইচ্ছা নেই। আমাদের গ্রিনল্যান্ড দখলের কোনো পরিকল্পনা নেই। এটি আমাদের বিষয় নয়।’ তিনি আরও জানান, রাশিয়া কেবল গ্রিনল্যান্ড সংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করছে এবং সরাসরি কোনো হস্তক্ষেপে নেই।

ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণের যুক্তি হিসেবে চীন ও রাশিয়ার প্রভাব বৃদ্ধিকে তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজন এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর প্রভাব রোধে সহায়ক হবে।’

তবে লাভরভ বলেন, ‘রাশিয়া বা চীনের এ ধরনের পরিকল্পনা নেই এবং মস্কোকে ওই অঞ্চলের জন্য হুমকি হিসেবে দেখানোর প্রচেষ্টা ভিত্তিহীন।’

লাভরভ গ্রিনল্যান্ডের বিষয়টি ঔপনিবেশিক যুগের প্রভাবের সঙ্গে যুক্ত করেছেন। তিনি বলেছেন, ‘গ্রিনল্যান্ড ঐতিহাসিকভাবে নরওয়ে এবং পরে ডেনমার্কের নিয়ন্ত্রণে ছিল। ২০শ শতকের মাঝামাঝি সময়ে স্বায়ত্তশাসিত হলেও এর অতীত ইতিহাস ও ইউরোপীয় কাঠামোর সঙ্গে সংযুক্ত সম্পর্ক আজকের আলোচনায় প্রভাব ফেলছে।’