প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬ ২২:১৪ (মঙ্গলবার)
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ চলতি সপ্তাহে

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ফল প্রকাশ, ভাইভা ও চূড়ান্ত নিয়োগ হবে কিনা-এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় ১৪ হাজার ৩৮৫ শূন্যপদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১০ লাখ ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার কয়েকদিন আগে থেকেই প্রশ্ন ফাঁসের গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষার উত্তরপত্র স্ক্যানিং সম্পন্ন হয়েছে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ টিম ফল প্রস্তুতের কাজ করছে। ফলে ফল প্রকাশের কাজ উল্লেখযোগ্য অগ্রগতিতে রয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ফল প্রকাশের অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে, যা এখনো আসেনি। তবে চলতি সপ্তাহের মধ্যে অনুমোদন পেলে ফল প্রকাশ করা সম্ভব হবে।

কর্মকর্তা জানান, সব কার্যক্রম শেষ হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের সঙ্গে সঙ্গে ফল প্রকাশ করা হবে।