প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬ ১৯:৫২ (মঙ্গলবার)
ভারতে গিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে, অনড় আইসিসি

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে গিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে। সূচি বা ম্যাচ ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়ে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) আইসিসির ভার্চুয়াল বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সমাজমাধ্যমে দেওয়া এক ঘোষণায় আইসিসি জানায়, টি–টোয়েন্টি বিশ্বকাপ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং এতে কোনো পরিবর্তন আনা হবে না। নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ দল ভারতে না গেলে, অন্য কোনো দেশকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে।

আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশ্বকাপ শুরুর আগে সূচি পরিবর্তনের ক্ষেত্রে যে জটিলতা রয়েছে, তা আবারও ব্যাখ্যা করা হয়। একই সঙ্গে জানানো হয়, আইসিসির করা সমীক্ষায় দেখা গেছে- ভারতে গেলে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা নেই।

তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সভায় বাংলাদেশের অবস্থান থেকে অনড় থাকেন। একপর্যায়ে বিষয়টি ভোটাভুটিতে গড়ায়। ভোটে অধিকাংশ সদস্য বাংলাদেশের বিপক্ষে মত দেন। ফলে বিসিবির ভেন্যু পরিবর্তনের দাবি নাকচ হয়ে যায়।

আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে, বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে বিকল্প হিসেবে অন্য একটি দলকে টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে। সূচি কিংবা ম্যাচ কেন্দ্র কোনোভাবেই পরিবর্তন করা হবে না।

ভার্চুয়াল বোর্ড সভায় বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া আইসিসির সভাপতি জয় শাহ, সিইও সঞ্জোগ গুপ্ত, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া, শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ডসহ বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে আইসিসির হেড অব ইভেন্টস ও লিগ্যাল অফিসারও উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল। বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’-তে। এই গ্রুপে আছে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড ও নেপাল। গ্রুপটির ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।

বিসিবি প্রস্তাব দেয়, বাংলাদেশকে গ্রুপ ‘বি’-তে স্থানান্তর করে আয়ারল্যান্ডকে গ্রুপ ‘সি’-তে রাখা হোক। কারণ, গ্রুপ ‘সি’-র সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। তবে আইসিসি শুরু থেকেই এই প্রস্তাবে রাজি হয়নি। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডও প্রস্তাবটি প্রত্যাখ্যান করে।

সবশেষে আইসিসি জানায়, বাংলাদেশ অংশ না নিলে র‍্যাংকিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডকে কিছু জানানো হয়নি।