ছবি: সংগৃহীত
হবিগঞ্জসহ দেশের ৮ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর বদলির আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২০ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনে ৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হলো।
এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে ওই ৮ ইউএনওকে বদলি করার প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
বদলির আদেশে হবিগঞ্জের বাহুবল উপজেলার ইউএনও লিটন চন্দ্র দে-কে চুয়াডাঙ্গার জীবননগর, বরগুনার পাথরঘাটা উপজেলার ইউএনও ইসরাত জাহানকে ভোলার চরফ্যাশন, চুয়াডাঙ্গার জীবননগরের ইউএনও মো. আল-আমীনকে ফরিদপুরের নগরকান্দা এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইউএনও রেহেনা আক্তারকে বগুড়ার ধুনট উপজেলায় ইউএনও হিসেবে বদলি করা হয়েছিল।
তবে সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলির আদেশ বাতিল করা হলো।