প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬ ১৮:০৯ (মঙ্গলবার)
জাদুকাটা নদীতে নিষিদ্ধ সেইভ মেশিনে বালি লুট: ৬ জনের নামে মামলা, জব্দ ২ ট্রলার

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে সীমান্ত নদী জাদুকাটার ওপর নির্মাণাধীন সেতুর পাশে নিষিদ্ধ সেইভ মেশিন ব্যবহার করে খনিজ বালি লুটের ঘটনায় ৬ জনের নামে মামলা হয়েছে। এ সময় দুটি ট্রলার থেকে ইঞ্জিনযুক্ত পরিবেশবিধ্বংসী নিষিদ্ধ সেইভ মেশিন জব্দ করেছে পুলিশ।

গেলো মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে সুনামগঞ্জের তাহিরপুর থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

মামলার আসামিরা হলেন- উপজেলার গড়কাটি গ্রামের আশরাফ তালুকদারের ছেলে শিব্বির উদ্দিন, জৈতাপুর গ্রামের মস্তু মিয়ার ছেলে সুজন মিয়া, ঢালার পাড় এলাকার শুক্কুরের ছেলে ভুট্টু, ঘাগটিয়া গ্রামের আতিবুরের ছেলে সোলেমান, একই গ্রামের মঈনুদ্দিনের ছেলে হালিম এবং মৃত রহমতের ছেলে সৈয়দ উদ্দিন।

মামলার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার জাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন সেতুর পাশে দুটি ট্রলারে নিষিদ্ধ ইঞ্জিনচালিত সেইভ মেশিন ব্যবহার করে বালিখোকো চক্রের কয়েকজন সদস্য সংঘবদ্ধভাবে খনিজ বালি লুটে জড়িত ছিল। খবর পেয়ে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা অভিযান চালিয়ে দুটি সেইভ মেশিনসহ ট্রলার জব্দ করে।

সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।