ছবি: সংগৃহীত
সরকার বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ৪৮তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে মোট ৩ হাজার ২৬৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুপুরে প্রকাশ করা হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের মধ্যে ২৭৯ জন ডেন্টাল সার্জন এবং ২,৯৮৪ জন সহকারী সার্জন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২৯ সেপ্টেম্বর, ২৭ অক্টোবর ও ১৭ নভেম্বরের চিঠির তথ্যের ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুসারে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতন পাবেন।
নিয়োগের শর্তাবলী:
১. প্রার্থীকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
২. বুনিয়াদি প্রশিক্ষণ শেষে চাকরির সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।
৩. প্রার্থীকে দুই বছর শিক্ষানবিস হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এই শিক্ষানবিসকাল সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বৃদ্ধি করতে পারবে। শিক্ষানবিসকাল চলাকালীন যদি চাকরিতে অযোগ্য বিবেচিত হন, তবে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অপসারণ করা যেতে পারে।
৪. প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিসকাল সন্তোষজনকভাবে শেষ হলে প্রার্থীকে স্থায়ী চাকরিতে নিয়োগ দেওয়া হবে।
৫. প্রশিক্ষণের জন্য কর্মস্থল কর্তৃপক্ষের নিকট একটি অঙ্গীকারনামা জমা দিতে হবে। প্রার্থীকে জামানতদারসহ ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড করতে হবে। এতে উল্লেখ থাকবে, শিক্ষানবিসকাল বা প্রশিক্ষণ উত্তীর্ণ হওয়ার তিন বছরের মধ্যে চাকরি ত্যাগ করলে প্রশিক্ষণের সময়ে প্রদত্ত বেতন, ভাতা ও অন্যান্য ব্যয় ফেরত দিতে বাধ্য থাকবেন।
৪৮তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ পদে নতুন দক্ষ জনশক্তি যোগ হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।